আহাদ চৌধুরী বাবু
বাংলাদেশের চলমান রাজনীতিতে সুবিধা ভোগী ক্ষমতা কেন্দ্রীক ব্যক্তি ও লেবাস দারীদের দল বদল নিজেদের কাঙ্খিত মার্কার জন্য উন্মাদনা ইত্যাদী কারনে,বর্তমান সময়ে জগা খিচুড়ীর মতন অবস্থা বিরাজ করছে।
বর্তমান রাজনীতিক পরিস্হিতিতে, আগামী ৩০ ডিসেম্বর এর নির্বাচনকে সামনে নিয়ে প্রতিটি দল নিজেদের অবস্থান থেকে সাংগঠনিক শক্তি সঞ্চয় সহ ঘর গোছানোর কাজে ব্যস্থ ৷
এই মুহূর্ত্বে,নির্বাচনী আমেজে আক্রান্ত সারাদেশ ৷
তার পাশাপাশি বিভিন্ন দলে এমপির স্বাধ গ্রহনের জন্য রতী মহারতী থেকে শুরু করে চুনাপুঁটি মার্কা নেতা, অভিনেতা,খলনায়ক, এম পি হওয়ার প্রতি খায়েস থেকে মনোনয়ন কিনছেন অথবা নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন দলে যোগদান বা দল পরিবর্তন করছেন ৷
বৰ্তমান সময় কালকে “গ্রহণের কাল’বললে ভুল হবেনা ৷ সারাজীবন আদর্শের পিছনে দৌড়ানো রাজনীতিক ব্যক্তি বা মহারতিরা ক্ষমতার স্বাধ গ্রহনের জন্য আজ প্রায় উন্মাদ৷
প্রতিক নির্ভর রাজনীতিতে,নিজেদের বিকিয়ে দিচ্ছেন কুরবানীর পশুর মতন !
এক্ষেত্ৰে কেউ কেউ,ভালো দামে বিক্রি হচ্ছেন ৷আবার অনেকে নতুন আশায় ছোট ছোট দলে যোগ দেওয়ার কাজটি সেরেছেন। সারাজীবন আদর্শ আর নেতার বন্ধনায় মুখে ফেনা তুলা রাজনীতিবিদ সংসদ সদস্য হওয়ার স্বপ্ন নিয়ে দলবদলে ৷
এই নষ্ট রাজনীতির চৰ্চার সংস্কৃতি আসার কারনে প্রকৃত ত্যাগী দলের প্রতি অনুগতরা বঞ্চিত হবেন এটা বলার অপেক্ষা রাখেনা ৷ সুবিধাবাদী শ্রেণীর নির্লজ্জতা এম পি হওয়ার খায়েশ আজকের বাস্তবতার নিরেখে চরিত্রহীনতার পর্যায়ে পড়ে ৷
আজকের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা অনেকটা দেহ প্রসারণীর মতন আচরনের কারনে সাধারন মানুষের নিকট প্রশ্নবিদ্ধ হচ্ছেন ৷ এবং এক্ষেত্ৰে রাজনীতির ক্ষেত্রে আদর্শবান ত্যাগীদের মুল্যায়ন করা থেকে বিরত রয়েছে দল গুলো ৷
সাধারণ রাজনীতি সচেতন মানুষ মনে করে, ঐ সব সুবিধাবাদী চক্ৰ দেশ বা রাষ্ট্রের জন্য হুমকী সরূপ ৷
তাদের দ্বারা জন মানুষের সহায়ক স্বচ্ছ কিছু আসা করা ভুল ৷ রাষ্ট্রের প্রয়োজনে দরকার,সেই প্রতিনিধি যারা সততা, স্বদেশ,এবং দল বা গোষ্টীর সত্যিকারের প্রয়োজনে নিজের অবস্থান থেকে ভুমিকা রাখবে ৷
রাজনীতিতে গুণগত পরিবর্তন যেমন জরুরী তেমনি ক্ষমতার জন্য উন্মাদ নর্দমার কীটদের না বলার শক্তি ও সাহস দেখানো আজকের এই সময়ের রাজনীতিতে বড়ই দরকার ৷
অশুভ শক্তি সব সময়ে অশুভ ৷
ক্ষমতার যাত্তয়ার বা পাওয়ার রাজনীতিতে ন্যাংটা গোপাল ভাঁড়দের বেহায়াপনাকে পরাজিত করা সময়ের চাওয়া ৷