রাজনীতিবিদ প্রকৌশলী মোঃ আইয়ুব আলী আর নেই

সিলেট অফিস :: প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি, সিলেট ডায়াবেটিক সমিতি সদস্য, নাটাব কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আইয়ুব আলী আর নেই। তিনি আজ শনিবার সকাল ৮.১০ মিনিটের সময় ওসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। তিনি পিডিবির ইঞ্জিনিয়ার ছিলেন। ষাটের দশকে ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির মাঠ মাতিয়েছেন তিনি।

মরহুমের নামাজে জানাযা আজ বাদ যোহর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ জামে মাসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব কুলাউড়াস্থ গৌরীশংকর নিজ গ্রামে ২য় জানাযা শেষে দাফন সেখানেই দাফন করা হবে।

Advertisement