রাজৈরে মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

ব্রিট বাংলা ডেস্ক :: মাদারীপুরের রাজৈরে থ্রি হুইলারচালিত মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুই জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার টেকেরহাট-কদমবাড়ি ফিডার সড়কের কইডাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আড়ুয়াকান্দি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২) এবং নটাখোলা গ্রামের নরেশ মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে কদমবাড়িগামী যাত্রীবাহী মাহিন্দ্র কইডাবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অনুপম বিশ্বাস (৩২) ঘটনাস্থলেই মারা যায় এবং বিশ্বজিত মজুমদারকে (৩৫) রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃত বিশ্বজিত মজুমদারের মেয়ে দোলা মজুমদারকে (৩) গুরুতর আহতাবস্থায় রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া চয়ন মজুমদার (২৬) রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন। বাকী ৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement