রাণীশংকৈলে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযান, আটক ১১

ব্রিট বাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে আসামিদের জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আসামিদের গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয়।

রাণীশংকৈল থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত মোট ১১ জন আসামি রয়েছেন। তাদেরকে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement