ব্রিট বাংলা ডেস্ক :: রাশিয়ার হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বৃটেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটি। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রাশিয়ার দাবি, হুমকির যে অযুহাত বৃটেন দেখাচ্ছে তার কোনো ভিত্তি নেই। এখন পরমাণু অস্ত্র বৃদ্ধি নয় বরঞ্চ কমানোই সকলের লক্ষ্য হওয়া উচিৎ। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
বুধবার বৃটেন জানিয়েছে, তাদের এখন ১৮০টি পরমাণু বোমা রয়েছে। তবে রাশিয়া ও চীন যেভাবে হুমকি হয়ে উঠছে এ সংখ্যা বাড়িয়ে ২৬০ করা হবে।
গত কয়েক বছরে রাশিয়া বৃটেনের জন্য সবথেকে বড় হুমকির কারণ হয়ে উঠেছে বলে মনে করে দেশটি। ফলে প্রয়োজনে যাতে রাশিয়ার সঙ্গে মোকাবিলা করা যায়, সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। একই সঙ্গে দেশটি জানিয়েছে, যে সমস্ত সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র ছোড়া হয়, সেগুলিও পুরনো হয়ে গেছে। ২০৩০ সালের মধ্যে সেগুলিও বদলের কথা ভাবা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের সবথেকে বেশি পরমাণু বোমা রয়েছে রাশিয়ার। দেশটিতে পরমাণু বোমার সংখ্যা এখন ৬ হাজার ৩৭৫টির মতো। ১৯৪৯ সালে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন প্রথম পরমাণু বোমার সফল পরীক্ষা চালিয়েছিল। যদিও পরমাণু বোমা প্রথম আবিষ্কার ও ব্যবহার করে যুক্তরাষ্ট্র।