রাশিয়া অংশ নেয়ায় জি-২০ বৈঠক ত্যাগ করেছে বৃটেন, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিরা। ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় জি-২০ সদস্যদের শীর্ষ অর্থ বিষয়ক কর্মকর্তাদের বৈঠক। এতে বৃটেনের পক্ষ থেকে যোগ দেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তবে রাশিয়াও এই বৈঠকে প্রতিনিধি পাঠালে তিনি বৈঠক ত্যাগ করেন। বুধবার এক বিবৃতিতে এ খবর দিয়েছে বৃটেনের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র।এতে বলা হয়, বৃটেনের পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ওই সম্মেলন ত্যাগ করে। ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধ চালাচ্ছে সবথেকে কঠিন ভাষায় তার নিন্দা জানাতে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে যাবো। এছাড়া রাশিয়াকে শাস্তি দিতে আরও শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করার হুমকিও দেন তিনি।
Advertisement