রাষ্ট্রীয় বিমান ও তেল কম্পানি বিক্রি করে দিচ্ছে ভারত সরকার

ব্রিট বাংলা ডেস্ক :: রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও তেল কোম্পানি ভারত পেট্রোলিয়াম করপোরেশনকে বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের সরকার। ঋণে জর্জরিত দেশটির রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান দুটিকে আগামী বছরের মার্চের মধ্যে বেসরকারি কম্পানির হাতে ছেড়ে দেয়া হবে।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। চলতি বছরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের শুরুতে কোম্পানি দুটি বিক্রি করা হবে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা এই দুই কম্পানি নিয়েই অগ্রসর হচ্ছি। আশা করছি, সব কাজ চলতি বছরের মধ্যে শেষ করে আমরা কম্পানি দুটি বিক্রির পথে অগ্রসর হবো। বাকিটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

এমন এক সময়ে নির্মলা সীতারমণ সরকারের এমন সিদ্ধান্তের কথা জানালেন যখন এয়ার ইন্ডিয়া প্রায় ৫৮ হাজার কোটি রুপি ঋণের বোঝায় জর্জরিত। গত বছর রাষ্ট্রায়ত্ত ওই বিমান পরিবহন সংস্থাটির ৭৬ শতাংশ শেয়ার বিক্রি ঘোষণা দেয় ভারত সরকার। তবে তাতে দেশটির বিনিয়োগকারীদের সাড়া মেলেনি।

বিনিয়োগকারীদের অভিযোগ ছিল ৭৬ শতাংশ শেয়ার বিক্রি হলেও বাকি ২৪ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে সরকারের হাতে। তাই সরকার সংস্থাটির ওপর নিয়ন্ত্রণ জারি রাখাসহ নানাভাবে হস্তক্ষেপ করতে পারে। এমন শঙ্কার কারণে তাই তারা এয়ার ইন্ডিয়ার শেয়ার ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায়নি।

তবে টাইমস অব ইন্ডিয়াকে অর্থমন্ত্রী বলেছেন, বিনিয়োগকারীদের মধ্যে এখন এয়ার ইন্ডিয়া নিয়ে ব্যাপক আগ্রহ আছে। এনডিটিভি জানিয়েছে, কৌশল বদলে শেয়ার বিক্রির আগে রোড শো-র মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করাসহ তাদের উদ্বেগ দূর করার ব্যবস্থাও নেবে সরকার।

সরকার অক্টোবরে ভারত পেট্রোলিয়াম করপোরেশনের ৫৩ দশমিক ২৯ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। তাতে সায় দেয় কম্পানিটির কর্মকর্তারা। বাজারে কম্পানিটির মূলধন এখন এক দশমিক শূন্য দুই লাখ কোটি রুপি। সরকার সেখান থেকে শেয়ার বিক্রি করে ৬৫ হাজার কোটি রুপি পাওয়ার আশা করছে।

Advertisement