রাস্তায় চাকরি খুঁজে বেড়াচ্ছেন বরিস জনসন!

ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বরিস জনসন। একদিকে যখন বরিস বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ব্ল্যাকপুলের বিশ্বখ্যাত মোম জাদুঘর মাদাম তুসোর কর্মীরা ব্যস্ত ছিলেন বিশেষ কাজে । যেহেতু বরিস আর প্রধানমন্ত্রী নন, তাই তাঁর মূর্তিটি জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এতদিন মূর্তিটি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, মিস্টার জনসনকে সেখানে নীল টাই সহ একটি স্যুট পরিহিত অবস্থায় দেখা গেছে । এখন বরিসের সেই মূর্তিটিই স্থান পেল ফুটপাতে, ল্যাঙ্কারশায়ারের চাকরি অনুসন্ধান কেন্দ্রের বাইরে। বরিস যে চাকরি খুঁজছেন তা বোঝাতে এমন একটি বোর্ডের সামনে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিটি রাখা হয়েছে, যাতে লেখা হয়েছে ‘ভ্যাকান্সি’। সেইসঙ্গে কিছু লোকের হাসির খোরাকও হয়েছে মূর্তিটি ।কেউ কেউ আবার মূর্তিটির পাশে দাঁড়িয়ে দিব্যি পোজ দিয়ে ছবিও তুলেছেন। সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সেসব ছবি। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে – “বরিস এক্স ব্ল্যাকপুল।” কেউ কেউ আবার মজা করে লিখেছেন ‘বেকার’ বরিস নাকি ল্যাঙ্কারশায়ারের রাস্তায় চাকরি খুঁজে বেড়াচ্ছেন! এই মোমের মূর্তিটি মার্চ মাসে মাদাম তুসোতে উন্মোচন করা হয়েছিল। ল্যাঙ্কস লাইভের একটি প্রতিবেদন অনুসারে, মূর্তিটি পরিকল্পনা করতে এবং তৈরি করতে আট মাস সময় লেগেছিল।প্রায় ২০ জন শিল্পী মূর্তিটি তৈরী করতে কয়েকশ ঘন্টা ধরে একসাথে কাজ করেছিলেন। বিবিসিকে মাদাম তুসো জানিয়েছে যে, যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে আর প্রধানমন্ত্রী নন তাই জনসনের মোমের মূর্তি লন্ডন কেন্দ্র থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার অফিস এবং তার নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন ওঠায় বরিস জনসন বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। একসময় যিনি সেরা চাকরি করতেন মাদাম তুসোর সৌজন্যে তিনিই আজ লন্ডনের রাস্তায় চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন।

Advertisement