রাস্তা বন্ধ করে কাউকে সমাবেশ করতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

ব্রিট বাংলা ডেস্ক :: বিএনপি সমাবেশের কোনও অনুমতি নেয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, সরকারি কর্মদিবসে রাস্তা বন্ধ করে কাউকে সমাবেশ করতে দেয়া হবে না।

আজ সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অফিসে ডে। তাই রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি আমরা দেবো না।

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, এটা সাধারণ ককটেল। শক্তিশালী আইইডি না। এই ককটেল ফুটলে শুধু শব্দ করে।

কোনো ক্ষয়ক্ষতি হয় না। নয়াপল্টনের ব্যস্ততম সড়কে শত শত যানবাহন চলাচল করে। কোন গাড়ি থেকে কে এটি করছে সেটা বোঝা কঠিন। আমাদের গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। এছাড়া ওই এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে সে নির্দেশনা দেয়া হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মদের বার বন্ধ থাকবে। রেসিং কার নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বাড়ির ছাদসহ যেকোন খোলা জায়গায় অনুষ্ঠান উদযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Advertisement