কাজাখস্তানে রাশিয়ার নিয়ন্ত্রিত মহাকাশ কেন্দ্র রসকসমসে এক ব্রিটিশ ইউটিউবারকে আটক করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, বেঞ্জামিন রিচ নামের ওই ইউটিউবারের চ্যানেলটি ভ্রমণ বিষয়ক। এর নাম বাল্ড এবং ব্যাঙ্ক্রাপট। বাইকোনুর কসমোড্রোমের একটি লঞ্চ প্যাডের কাছে এ ঘটনা ঘটে।রসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন বলেছেন, বেঞ্জামিন রিচকে অবৈধ কাজের দায়ে আটক করা হয়েছে। এখন তদন্ত করা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, তারা প্রতিবেদনটি তদন্ত করছে।আলিনা সেলিউপা নামে বেলারুশের এক নারীকেও আটক করা হয়েছে বলে জানান দিমিত্রি রোগজিন।
Advertisement