নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ গ্রুপের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন।রূপগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একজন ডিউটি অফিসার সমকালকে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাশেম ফুডস কারখানার সেজান জুসের সাত তলা ভবনে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৬ তলা পর্যন্ত আগুন জ্বলছে।এই ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিককে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
Advertisement