রূপনগরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০-১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজন নারী। পাঁচ শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর বলে জানা গেছে।

নিহত শিশুরা হলো- রমজান (৮), নুপুর (৭), শাহীন (৯), ফারজানা (৬) , অজ্ঞাত (৭) ও রিয়া।রূপনগরে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যুআহত রিয়াকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় মারা যায় বলে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হক জানান।

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মনিপুর স্কুল এলাকায় একজন বিক্রেতা সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। বেলুন ফুলানোর সময় এটির বিস্ফোরণ ঘটে। এ সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা ৪ শিশুসহ এক নারী ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement