বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, সাপ্তাহিক জনমত এর বিশেষ প্রতিনিধি দেওয়ান ফয়সল এর লেখা ওয়েলসের প্রথম বাংলা বই ‘রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ’ এর প্রকাশনা উৎসব ২৩ আগষ্ট মঙ্গলবার বেলা ১টায় অনুষ্ঠিত হবে।
কার্ডিফ সিটি হলের কাউন্সিল চেম্বারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাইট অনারেবল দ্যা লর্ড মেয়র অব কার্ডিফ কাউন্সিলার গ্রাহাম হিনচি, আনা ম্যাকমরিন এমপি — ফর কার্ডিফ নর্থ শ্যাডো মিনিষ্টার ফর ভিক্টিম এন্ড ইয়ুথ জাষ্টিস, জুলি মরগান এম এস — ডেপুটি মিনিষ্টার সোশ্যাল সার্ভিস, জেইন হাট এম এস — মিনিষ্টার ফর জাষ্টিস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়াও উপস্থিত থাকবেন কমিউনিটি নেতৃবৃন্দ, কাউন্সিলারগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই বইটিতে রয়েছে, ওয়েলস বাংলাদেশী কমিউনিটির সাধারণ জীবন যাত্রার কাহিনী থেকে শুরু করে ওয়েলসের মূল ধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান, শিক্ষা ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পরীক্ষায় ভালো ফলাফল করে এগিয়ে যাওয়ার বিবরণ, ওয়েলসে বাংলাদেশীদের প্রথম আগমন ও বসতি স্থাপন, রূপসী ওয়েলসের মনোরম সৌন্দর্যে্যর বর্ণনা সহ ৫৫টি অধ্যায় এবং ১৭২টি পৃষ্ঠা নিয়ে রচিত বইটির প্রকাশনা অনুষ্ঠানকে সফল করে তোলে ওয়েলস বাংলাদেশী কমিউনিটির গৌরব উজ্বল থেকে আরও উজ্বলতর করে তোলার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীদের ০৭৪২৭ ৫৯৫৭৮৫ নাম্বারে টেক্সট বা হোয়াটসআপে ম্যাসেজ পাঠাতে অথবা rsvpinvitation2022@gmail.com —এই ইমেইলে নাম কনফার্ম করতে অনুরোধ করা হয়েছে।