রেডিওর লাইভ অনুষ্ঠানে তোপের মুখে বরিস জনসন

ব্রিট বাংলা ডেস্ক :: সিঙ্গেল মাদারদের সন্তানদের বেড়ে ওঠা ও গড়ে তোলা নিয়ে ২৫ বছর আগে একটি লেখা লিখেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার সেই বিরূপ মন্তব্যের জেরে একটি রেডিওর লাইভে তোপের মুখে পড়তে হয়েছে তাকে।

ব্রিটিশ দৈনিক দ্য মিররের খবরে এমন তথ্য জানা গেছে।

পত্রিকাটি জানায়, রুথ নামের এক সিঙ্গেল মাদার এলবিসি রেডিওর লাইভ অনুষ্ঠানে তুলোধুনো করেছেন জনসনকে।

১৯৯৫ সালে দ্য স্পেকটেটর সাময়িকীতে এক নিবন্ধে সিঙ্গেল মাদারদের সন্তান গড়ে তোলা নিয়ে কটূক্তি করেছিলেন বলে জনসনের বিরুদ্ধে অভিযোগ রুথের।

বরিস জনসন তখনো রাজনীতিতে আসেননি। তখন তার পেশা ছিল সাংবাদিকতা।

জনসন লিখেছিলেন, সিঙ্গেল মায়েদের সন্তানরা আগ্রাসী এবং অজ্ঞ হয়ে বেড়ে ওঠে। এভাবে সিঙ্গেল মায়েরা অবৈধ, নির্বোধ, আগ্রাসী ও অসুস্থভাবে বেড়ে ওঠা একটি প্রজন্ম গড়ে তুলছে।

সম্প্রতি প্রকাশ্যে আসা এ বক্তব্য ব্রিটেনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লাইভ অনুষ্ঠানে জনসনকে একক মা রুথ বলেন, আপনি সিঙ্গেল মাদার, তাদের পরিবার নিয়ে যে মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছি না।

রুথ আরো বলেন, আপনি যেখানে নিজের পরিবার নিয়ে আলোচনায় আগ্রহী না; সেখানে মানুষের সমালোচনা করে কি সুখ পান?

বরিস জনসন সাধারণত তার ছেলে-মেয়ে কজন বা পরিবার নিয়ে কখনওই আলোচনা করতে আগ্রহবোধ করেন না।

তখন ওল্ডহ্যামের এই অধিবাসী রুথকে জনসন জবাব দেন, আমি আপনাকে বা কাউকে অসম্মান করতে একথা বলিনি। আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ওই কথাটি ২৫ বছর আগের। তখনো তিনি রাজনীতিতে আসেননি।

Advertisement