কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দুইজন।মঙ্গলবার সকাল ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল আলীম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
Advertisement