রোনালদোর গোলে হার এড়ালো জুভেন্টাস

ব্রিট বাংলা ডেস্ক : ইতালিয়ান সিরি আ লীগে আজ সাসুলোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। জুভদের হয়ে সমতাসূচক গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪ ম্যাচে এটি জুভেন্টাসের তৃতীয় ড্র। সবশেষ তারা পয়েন্ট খুইয়েছিল ২৬শে অক্টোবর লেচ্চের বিপক্ষে।

ঘরের মাঠে ২০তম মিনিটে জুভেন্টাস লিড নেয় লিওনার্দো বোনুচ্চির গোলে। তবে দুই মিনিট পরই সাসুলোকে সমতায় ফেরান জেরেমি বোগা। আর দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সেসকো কাপুতোর গোলে এগিয়ে যায় অতিথিরা। ৬৭তম মিনিটে সাসুলোর ডিবক্সে ফাউলের শিকার হন পাওলো দিবালা। তাতে পেনাল্টি পায় জুভেন্টাস।

স্পট কিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে এটি তার ১১৬তম গোল। আর চলতি মৌসুমে সিরি আয় ১১ ম্যাচে ষষ্ঠ।

ড্রয়েও সিরি আ পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে থাকছে জুভেন্টাস। ১৪ ম্যাচে মাউরিসিও সারির শিষ্যদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। রাত আটটায় ঘরের মাঠে এসপিএএলের মোকাবিলা করবে ইন্টার।

Advertisement