ব্রিট বাংলা ডেস্ক : শুক্রবার রাতে সেরি-আ লিগে লেচ্চেকে উড়িয়ে দিল জুভেন্টাস। ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।
নিজেদের ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে জুভেন্টাস।
তবে ম্যাচ শুরু চার মিনিটের মাথায় আন্দ্রেস রিসপোলি সফলকাম হলে ভাগ্য অন্যভাবেও লেখা হতে পারত। আন্দ্রেস রিসপোলির শট কাঁপন ধরিয়েছিল জুভেন্টাস রক্ষণে। তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের ৩১ মিনিটে নিজেদের রক্ষণে রদ্রিগো বেন্টাঙ্কুরকে ফাউল করে লাল কার্ড দেখেন লেচ্চের ডিফেন্ডার ফাবিও লুসিওনি। ফলে দশজনের দলে পরিণত হয় তারা।
এ সুযোগটাই যেন কাজে লাগিয়েছে জুভিরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধে নেমে ৮ মিনিট খেলার পর গোলের দেখা পান পাওলো দিবালা। রোনাল্ডোর এসিস্ট থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে ম্যাচের প্রথম গোল করেন দিবালা।
এর কিছুক্ষণ পরেই ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন রোনাল্ডো। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন রোনাল্ডো।
ম্যাচের ৭৭ মিনিটে দিবালাকে উঠিয়ে নামানো হয় আর্জেন্টাইন তারকা হিগুয়াইনকে। মাঠে নেমে ৫ মিনিটের মধ্যেই লেচ্চের জালে বল জড়ান তিনি। ৩-০ তে পিছিয়েও রেহাই মেলেনি লেচ্চের। হিগুয়াইনের গোল হজমের একটু পরেই আঘাত হানেন ম্যাথিয়াস ডি লিট।
ডগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে লেচ্চের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যাথিয়াস।
ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয়ের পর ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করল জুভেন্টাস।
এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাজিও।