রোহিঙ্গা ইস্যু : এই প্রথম সু চির বিরুদ্ধে মামলা

ব্রিট বাংলা ডেস্ক :: মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ কয়েকজন সামরিক নেতার বিরুদ্ধে মামলা করেছে রোহিঙ্গা ও লাতিন আমেরিকান মানবাধিকার সংগঠনগুলো। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞে জড়িত থাকার অপরাধে আর্জেন্টিনায় এই মামলা দায়ের করা হয়েছে।

শান্তিতে নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের সরাসরি কোনও মামলা হলো।

‘ইউনিভার্স জুরিসডিকশন’ এর আওতায় মামলাটি দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধ বেশি ভয়াবহ হলে যেকোনও দেশেই তার বিচার হতে পারে, এমন ধারণা থেকে এই আইন করা হয়েছিল। এর আগে আর্জেন্টিনার আদালতে স্প্যানিশ স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ও চীনের ফালুন গং আন্দোলনের বিচার হয়েছিল এই আইনের আওতায়।

আইনজীবী টমাস ওজিয়া বলেন, অভিযোগে অপরাধী, সহযোগী ও তথ্য গোপনকারীদের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। আমরা আর্জেন্টিনার মাধ্যমে এটা করছি, কারণ অন্য কোথাও এই অভিযোগ করার কোনও সম্ভাবনা নেই।

ওই মামলায় মিয়ানমারের সু চির মতো শীর্ষ রাজনীতিক ও সেনাপ্রধান মিন অং হ্লাংয়ের মতো সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। ওজিয়া আশা করছেন, এই মামলার পর তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

Advertisement