রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

ব্রিট বাংলা ডেস্ক :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মৌলভী মোহাম্মদ ইউনুছ (২৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, নিহত যুবক ক্যাম্পের সি-বল্কের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। ইভটিজিংকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, একই ক্যাম্পের এক রোহিঙ্গা যুবকের বোনকে ইভটিজিং করাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।

Advertisement