‘র‌্যাগিংয়ের অভিযোগ পেলেই ব্যবস্থা’

ব্রিট বাংলা ডেস্ক :: র‌্যাগিংয়ের মাধ্যমে অপরাধ হলে আর সে ব্যাপারে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে তার দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
আইনমন্ত্রী বলেছেন র‌্যাগিংয়ের কোনো আইন না থাকলেও আইন পরিবর্তন করতে হবে। র‌্যাগিংয়ের মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয়, যদি থাপ্পড়ও দেওয়া হয় সেটাও কিন্তু পেনাল কোডে অপরাধ হিসেবে ধারা ৩২৩ এ শাস্তিযোগ্য।

তিনি বলেন, কেউ যদি র‌্যাগিংয়ের শিকার হয় আইনানুযায়ী নালিশ করলে র‌্যাগিংকারীকে শাস্তির আওতায় আনা হবে।

আনিসুল হক আরো বলেন, প্রচলিত আইনেই এ বিচার করা হবে। সব আইন আদালতে এলেই সমাধান হবে তা নয়, পাশাপাশি ইন হাউজ সিস্টেম তৈরির পাশাপাশি এর উন্নয়নও করতে হবে। সেখানে নালিশ করলে প্রতিকার হবে এবং নালিশ করলে আর র‌্যাগিং হবে না

Advertisement