লকডাউন শিথিলের মধ্যে টেক্সাসে একদিনে রেকর্ড মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেক্সাসে লকডাউন শিথিল করে সব কিছু সবেমাত্র খুলে দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সেখানে নতুন করে কারোনা ভাইরাসে ৫৮ জন মারা গেছেন। এটাই সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্টার-ফোর্ট ওয়ার্থ টেলিগ্রামের উদ্ধৃতি দিয়ে দ্য হিল লিখেছে, গত তিন দিনে সেখানে মারা গেছেন ১১৬ জন। করোনা মহামারি শুরুর পর টানা তিন দিনেও এটা সবচেয়ে বেশি মৃত্যু। রিপাবলিকান দলের গভর্নর গ্রেগ অ্যাবোটসের ‘স্টে অ্যাট হোম’ বাধ্যতামুলক নির্দেশনার মেয়াদ শেষ হয় ৩০ শে এপ্রিল। এরপরই সীমিত পরিসরে বিভিন্ন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান খুলতে অনুমতি দেয়া হয়। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ ও সেলুন।

এ অবস্থায় রাজ্যজুড়ে করোনা পরীক্ষা প্রতিদিন বাজানোর দিকে জোর দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার রাতে টেলিভিশন ভাষণে উল্লেখ করেন গভর্নর অ্যাবোট। তিনি বলেছেন, সরকার দিনে কমপক্ষে ২৫,০০০ মানুষের পরীক্ষা করার লক্ষ্য নির্ধারণ করেছে। ফক্স কেআরআইভি টেলিভিশন স্টেশনকে অ্যাবোট বলেছেন, টেক্সাসের কর্মকর্তারা বিবেচনা করছেন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা।

Advertisement