সংবাদপত্র কোম্পানির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিতে লন্ডনের হাইকোর্ট চত্বরে হাজির হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি এ মামলা করেছেন। মঙ্গলবার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ কোনো সদস্য হিসেবে ১৩০ বছরের মধ্যে এই প্রথম আদালতে সাক্ষ্য দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রিন্স হ্যারি।মেয়ে লিলিবেটের দ্বিতীয় জন্মদিন থাকার কারণে রোববার যুক্তরাষ্ট্র থেকে আসতে পারেননি হ্যারি। এরপর রওনা দিতে দেরি হওয়ায় তিনি আদালতে হাজির হতে পারেননি। মঙ্গলবারের কার্যক্রমে হ্যারি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছিলো।ব্রিটিশ রাজসিংহাসনে আরোহণের অপেক্ষমাণ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে আইনি বিরোধ এবং স্মৃতিকথা প্রকাশ ও নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ ঘিরে গত ছয় মাস প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। স্মৃতিকথা ও ডকুমেন্টারি সিরিজে হ্যারি ট্যাবলয়েড পত্রিকাগুলোর সঙ্গে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের যোগসাজশ থাকার অভিযোগ আনেন।
লন্ডনের আদালতে প্রিন্স হ্যারি
Advertisement