ব্রিটবাংলা ডেস্ক : লকডাউন আইন লঙ্ঘন করে সেন্ট্রাল লন্ডনে আয়োজিত একটি ঘরোয়া পার্টিতে অংশগ্রহণকারীদের জনপ্রতি ৮শ পাউন্ড জরিমানা আরোপ করেছে পুলিশ।
মেট পুলিশ জানিয়েছে, নাইটসব্রিজ এলাকার হ্যান্স রোডে অভিজাত সুপার মার্কেট হ্যারডসের পাশে একটি প্রাইভেট ভাড়াটিয়া ফ্ল্যাটে গত ৬ ফেব্রুয়ারী ২০ জনের অধিক মানুষের উপস্থিতিতে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে পার্টি ভঙ্গ করে এবং পার্টিতে অংশ গ্রহনকারী ১৭ জনকে জনপ্রতি ৮শ পাউন্ড করে জরিমানা আরোপ করে। এর মধ্যে একজন স্বীকার করেছেন তিনি স্লাউ থেকে পার্টিতে অংশ নিতেই এখানে এসেছেন।
বেসরকারী এই ভবনের ফ্ল্যাটটি এই পার্টি আয়োজনের জন্যেই ভাড়া করা হয়েছিল বলে পার্টিতে অংশগ্রহনকারীরা পুলিশকে জানিয়েছে। পার্টিতে অংশগ্রহনকারী কেউ কেউ পুলিশকে বলেছেন, “করোনা লকডাউনেও তাদের ঘরোয়া পার্টি করার অধিকার রয়েছে।”
অংশগ্রহনকারী কারো কারো কাছ থেকে বিশেষ ব্ল্যাড জাতীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করেছে পুলিশ। এই প্রোপার্টির মালিক কে এবং কারা কাকে এই পার্টি আয়োজনের জন্যে ভাড়া দিয়েছে তা খতিয়ে দেখে পার্টির আয়োজককে আরো ১০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করবে পুলিশ।