লন্ডনে মর্মান্তিক অগ্নিকান্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও ২জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সাউথ ইস্ট লন্ডনের বেক্সলিহিথের হ্যামিলটন রোডে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটে।
লন্ডন ফায়ার ব্রিগেদের দেওয়া তথ্যমতে, ছয়টি ফায়ার ইঞ্জিন ও ৪০ জন ফায়ার ব্রিগেড কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে চার জন।ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফায়ার ব্রিগেড আসার আগেই বাড়িটি থেকে বের হতে পেরেছিলো একজন। বর্তমানে সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। ধারনা করা হচ্ছে বাড়িটিতে পাঁচজন ছিলো।অন্যদিকে অগ্নিকান্ডে প্রান হারানো শিশু ও নারীদের বয়স কতো ছিলো তা এখনও জানা যায়নি।বিষয়টি নিয়ে লন্ডন ফায়ার কমিশনার এনডি রো জানান, এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।তিনি আরও বলেন, এটি সত্যিই দু:খ জনক একই সাথে চার জনের মৃত্যু। নিহতদের পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানান এনডি রো।
লন্ডনে অগ্নিকান্ডে ২ মহিলা ও দুই শিশুর মৃত্যু
Advertisement