লন্ডনে আরেক তরুন প্রাণ কেড়ে নিল ঘাতক ছুরি : Man in his 20s killed in Mitcham stabbing

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে ছুরিকাঘাতে আরেকটি তরুন প্রাণ ঝড়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সাউথ লন্ডনের মিচ্যামে ছুরিকাঘাতের ঘটনায় ২০ বছর বয়সী তরুন নিহত হয়।

মেট পুলিশ জানিয়েছে, মিচ্যামের আপার গ্রীন ইস্ট এবং মন্ট্রোস গার্ডেনের মাঝামাঝি স্থানে পুলিশ তাকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। তবে এম্বুলেন্সসহ অন্যান্য জরুরী সার্ভিস অনেক চেস্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়।

ময়না তদন্ত শেষে কিশোরের পরিচয়সহ বিস্তারিত জানাবে পুলিশ। এদিকে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪৪ বছর বয়সী এক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য চলতি বছর লন্ডনে ছুরিকাঘাত এবং গুলিতে এ পর্যন্ত প্রায় ৬০ জন তরুন- কিশোর নিহত হয়েছে। এরমধ্যে ছুরিকাঘাতে নিহতের সংখ্যাই বেশি।

A man has been stabbed to death in south London.

Police were called at about 03:30 BST on Sunday to the junction between Upper Green East and Montrose Gardens in Mitcham.

Officers found a man, thought to be in his 20s, with multiple stab wounds. Paramedics tried to save him but he was pronounced dead at the scene.

A 44-year-old man has been arrested on suspicion of murder and is in custody in a south London police station.

Officers are yet to formally identify the victim or inform his next of kin. A post-mortem examination will be arranged in due course.

A crime scene and road closures are in place.

There have been more than 60 murders in the capital this year, of which more than half were stabbings.

Advertisement