লন্ডনে উগ্র ডানপন্থীদের বিক্ষোভ থেকে অন্তত ১শ গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : ব্ল্যাক লাইভস ম্যাটার ক্যাম্পেইনারদের হাত থেকে লন্ডনের সব মূর্তি রক্ষার কথা বলে মাঠে নেমে আসল পরিচয় প্রকাশ করেছে ব্রিটেনের শ্বেতাঙ্গ উগ্র ডানপন্থীরা। শনিবার সেন্ট্রাল লন্ডনের ট্রাফলগার স্কোয়ার, পার্লামেন্ট এবং হোয়াইটহলের সামনে দফায় দফায় পুলিশকে আক্রমন করেছে তারা। সংঘর্ষে লিপ্ত হয়েছে বর্ণবাদ বিরোধী ক্যাম্পেনারদের সাথেও। এসময় ফাররাইট গ্রুপের অন্তত ১শ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মূর্তি এবং ব্রিটিশ ঐতিহ্য রক্ষার জন্যে মাঠে নামলেও ফার রাইট গ্রুপ করেছে তার উল্টো। পার্লামেন্ট হাউসের সামনে ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ অফিসার কিথ পালমারের নাম ফলকের উপর প্রস্রাব করতে দেখা যাচ্ছে তাদের একজনকে। এই ছবিটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর ব্যাপকভাবে নিন্দা করা হচ্ছে।

তবে প্রশংসা কুড়িয়েছে উপরের ছবিটি। বর্ণবাদ বিরোধী এবং ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে যখন ফার রাইট গ্রুপের সদস্যরা পুলিশের উপর হামলা শুরু করে তখন আঘাতপ্রাপ্ত এক ফাররাইট সদস্যকে কাঁধে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যায় বর্নবাদ বিরোধী এক ক্যাম্পেইনার। এই ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সবার।

প্রধানমন্ত্রী বরিস জনসন ক্যাম্পেইনের নামে রাস্তায় নেমে মূর্তি ভাঙ্গাসহ জনসম্পদের ক্ষতি সাধন এবং পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একটি সুযোগ সন্ধানী গোস্টি ক্যাম্পেইন বা বিক্ষোভে এসে এভাবে ত্রাস চালিয়ে যাচ্ছে বলেও মনে করছেন তিনি। হোম সেক্রেটারী প্রীতি পাটেল এবং লন্ডন মেয়র সাদিক খানও এসব তান্ডবের তীব্র নিন্দা জানিয়েছেন। হামলা, বিশৃঙ্খল সৃস্টিকারীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে নিশ্চিত করেছেন হোম সেক্রেটারী।

তবে লন্ডনের বাইরে নিউক্যাসল, লিভারপুল, ব্রাইটনসহ বিভিন্ন শহরে শান্তিপূর্ণ সমাবেশ করেছে ব্ল্যাক লাইভস ম্যাটার এবং বর্নবাদ বিরোধীরা।

Advertisement