ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনে এসিড হামলার অভিযোগে ১৭ বছরের এক কিশোর দোষ স্বীকার করেছে। কিশোরের নাম ডেরিক জন। সে ক্রয়ডনের বাসিন্দা। গত ১৩ জুলাই নর্থ এবং ইস্ট লন্ডনে মোটরবাইক আরোহিদের উপর এসিড নিক্ষেপের কথা সোমবার উডগ্রিন ক্রাউন কোর্টে স্বীকার করে ডেরিক। ১৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, জনের এসিড হামলার ফলে একজনের মুখের চেহারা পাল্টে যেতে পারে। এসিড নিক্ষেপ করে কাউকে জ্বালিয়ে দেওয়া বা ডিজেবল করা, শারিরীকভাবে আঘাতসহ আদালতে তার বিরুদ্ধে আনা ৬টি অভিযোগ অস্বীকার করেছে জন। ছিনতাইয়ের দুটি এবং ছিনতাই করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট আরো ৪টি অভিযোগসহ আরো ৬টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে উডগ্রীন ক্রাউন কোর্টের জাজ তাকে ১২টি অভিযোগে দোষি সাব্যস্ত করেন।
আগামী ৯ মার্চ একই আদালতে তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে।
Boy admits London acid attacks
A 17-year-old boy has pleaded guilty to carrying out acid attacks on six moped riders to steal their bikes.
Derryck John, from Croydon, appeared at Wood Green Crown Court and admitted targeting the riders in the north and east of London on 13 July.
He sprayed the riders in the face with a noxious liquid and stole two mopeds before trying to take another four.
Earlier reporting restrictions preventing John from being identified because of his age were lifted.
Police said one attack had left a rider with “life-changing injuries”.
John had been due to stand trial after he initially denied six counts of throwing a corrosive liquid with intent to “disable, burn, maim, disfigure or cause grievous bodily harm”, two counts of robbery and four counts of attempted robbery.
Judge Noel Lucas QC told Wood Green Crown Court there was an “overwhelming, huge public interest” in identifying the teenager despite his age after he pleaded guilty to the total of 12 counts.
John was arrested at about 03:00 on 14 July, the court heard.
Another unidentified person is listed on the indictment as also having been involved in the attacks.