১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।
বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, অধ্যাপক আবুল হাসেম, শামসুদ্দিন মাস্টার, হরমুজ আলী, ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, শিল্প ও বানিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, ধর্ম সম্পাদক ছুরুক আলী, সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান ছায়াদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ,মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আন্জুম আরা অন্জু, হোসনে আরা মতিন, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খাঁন, যুগ্ম সম্পাদক জামাল খাঁন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খাঁন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, সহ সভাপতি এম এ বাছির, ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার কবির, দপ্তর সম্পাদক ডানিয়েল আহমদ প্রমূখ ।
সভাপতির বক্তৃতায় সুলতান মাহমুদ শরীফ বলেন, আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
পরে এ বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।