লন্ডনে কবরস্থানের জন্য মুসলমানদের নতুন চ্যালেঞ্জ

ইব্রাহিম খলিল: ব্রিটেনে ২০১১ সালের সর্বশেষ আদমশুমারী অনুযায়ী, লন্ডনে মুসলমানদের সংখ্যা ১ দশমিক ১ মিলিয়ন।

ধারনা করা হচ্ছে এ সংখ্যা বর্তমানে ছাড়িয়ে গেছে ১ দশমিক ৫ মিলিয়নে। এই বিশাল মুসলিম জনসাধারনের জন্য নিবেদিত কবরস্থান হেইনল্টের ‘গার্ডেন অব পিস‘ চালু হয় ২০০২ সালে। প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ হাজার ৫‘শ এবং শিশুদের জন্য ৫ হাজার কবরস্থান সুবিদা নিয়ে চালু হওয়া গার্ডেন পিসে কবরস্থান পূর্ন হয়ে হয়ে যায় গত বৃহস্পতিবারে।

হেইনল্টের পাশেই গার্ডেন অব পিস কর্তৃপক্ষ আরো একটি নতুন কবরস্থান চালু করলেও- ক্রমবর্ধমান মুসলমানদের শেষ যাত্রায় সমাহিত করার জায়গা নিয়ে চ্যালেঞ্জ থেকেই গেলো।

কারন লন্ডনে প্রতিবছর প্রয়োজন ১৫০০ নতুন কবরের জায়গা। এমন অবস্থায় গার্ডেন অব পিস কর্তৃপক্ষ  এ প্রতিবেদক কে বলেছেন, মুসলমানদের জন্য স্বতন্ত্র কবরস্থান সুবিধা আদায়ে সকলেই যেনো নিজ নিজ কাউন্সিল অথরিটিকে চাপ প্রয়োগ করেন।

Advertisement