ব্রিকবাংলা ডেস্ক : লন্ডনে গত দুদিনে অন্তত পাঁচটি গোলগুলির ঘটনা ঘটেছে। এদিকে গ্রেটার লন্ডনের সাসেক্সে একটি অস্ত্র তৈরীর কারখানা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টা থেকে বিকেল পাঁচটার ভেতরে তিনটি গোলাগুলির ঘটনা ঘটে লন্ডনে। ব্রোকলিতে গোলাগুলির ঘটনা ঘটে রাত সাড়ে ন‘টার দিকে। এর আগে বিকেল সাড়ে ৬টার দিকে ওয়েস্ট নরউডে ঘটে আরেকটি ঘটনা। আর বিকেল পাঁচটার পরে হ্যারোর রেইনার্স লেইনে গোলাগুলি হয়। আগের দিন সোমবার রাত ন‘টা পয়তাল্লিশ মিনিটে ব্রেন্টের কিংসবারি রোডে দিনের দ্বিতীয় গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে মেইডাহীলে ঘটে প্রথমটি।
মেট অফিস জানিয়েছে গত বছর লন্ডনে প্রায় এক হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ধারাবাহিক অভিযানে সোমবার দিবাগত রাতে ইস্ট সাসেক্সে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় ন্যাশনাল ক্রাইম এজেন্সি। অত্যাধুনিক অস্ত্র তৈরির এই কারখানা থেকে তিনজনকে আটক করে পুলিশ।
তবে গত দুনির গোলাগুলির ঘটনায় লন্ডনে সশস্ত্র অপরাধের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।