করোনা লকডাউন আইন লঙ্ঘন করে সাউথ লন্ডনে একটি ক্যাথলিক চার্চে ইস্টার ফ্রাইডে সার্ভিসের আয়োজন করায় তা বাতিল করে দিয়েছে পুলিশ। মেট পুলিশ জানিয়েছে, শুক্রবার বালহ্যাম হাইরোডের ক্রাইস্ট দ্যা কিং চার্চে ইস্টারের প্রার্থনায় অংশ গ্রহণের সময় সামাজিক দূরত্ব মানা হয়নি। এমনকি প্রার্থনায় উপস্থিতরা কেউই মাস্ক পরেননি। লকডাউন আইন অনুযায়ী চার্চ, সিনেগগ, মসজিদ এবং মন্দীরে করোনা ঝুঁকি বিবেচনা কোরে সমবেত প্রার্থনার আয়োজন করতে পারবে স্ব স্ব কর্তৃপক্ষ। কিন্তু প্রার্থনার সময় অবশ্যই সামাজিক দুরত্ব বজার রাখার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে।
Advertisement