ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনের ইজলিংটন এলাকার এসেক্স রোডে ছিনতাইকারীকে থামাতে গিয়ে দিনে-দুপুরে একজন ফুল বিক্রেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
মেট পুলিশ জানিয়েছে, ২৯শে মে, শনিবার আনুমানিক ৫টা ২৮ মিনিটের দিকে এসেক্স রোডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ৫টা ৫৮ মিনিটের দিকে ঘটনাস্থলেই ছুরিকাহত ব্যক্তিকে মৃত্যু বলে ঘোষণা করে।
স্থানীয়রা জানিয়েছেন, ছুরিকাঘাতে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তিনি এলাকায় ফুল বিক্রি করতেন। এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
এদিকে শনিবার এই ঘটনার কিছুক্ষন আগে অর্থাৎ দুপুর দেড়টার দিকে প্ল্যামস্টেড হাই স্ট্রীটে ২১ এবং ২৩ বছর বয়সী দুজন ছুরিকাহত হন। এর মধ্যে ২১ বছর বয়সীর অবস্থা সংকটাপন্ন। এছাড়া লন্ডন মেয়র অফিসের পাশেই সাউদার্কে ১৯ বছর বয়সী এক কিশোর ছুরিকাহত হয়।
Advertisement