ব্রিটবাংলা ডেস্ক : নর্থ লন্ডনের ইজলিংটন বারার ব্যস্ততম রোডে ছুরিকাঘাতে এক ২০ বছরের এক তরুনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ছ’টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে লন্ডনে ছুরিকাঘাত এবং গুলিতে প্রায় ৬৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪০ জনের বেশি কিশোর-তরুন মারা গেছে ছুরিকাঘাতে।
মেট পুলিশ জানিয়েছে, ইজলিংটন টাউন হলের পাশে আপার স্ট্রীটে পথচারীদের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ এবং এম্বুলেন্স গিয়ে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত করছে। কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
A man has been found dead following a “horrifying” knife attack on a busy north London street.
Police were called to reports of a man with stab wounds near Islington Town Hall in Upper Street, Islington at about 18:30 BST on Monday.
The unnamed man, in his 20s, was pronounced dead at the scene. Residents are being prevented from returning home as road closures remain in place.
A murder investigation has been launched. No arrests have been made.
Nearby St Mary’s Church will be open for food and shelter overnight for residents unable to return home, police said.