লন্ডনে ছুরিকাঘাতে এক দিনে দুজন নিহত

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে একদিনে পৃথক দুটি ছুরিকাঘাতের ঘটনায় দু’জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো দু’জন। মেট পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইস্ট লন্ডনের ওয়ালথামস্টোর ব্রোমলি রোডে প্রথম ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলেই ২০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে। ছুরিকাহাত অবস্থায় ২০ বছর বয়সী অপর এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রাত ৮টা ৩৭ মিনিটে দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনা ঘটে উত্তর লন্ডনের স্ক্র্যাচউড পার্কের কাছে বার্নেট বাইপাসে। ঘটনাস্থল থেকে ছুরিকাহত অবস্থায় ২০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনাস্থলের পাশেই একটি গাড়ি থেকে ৩০ বছর বয়সী অপর এক ব্যক্তিকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। দুটি ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement