ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনের কেনসিংটনে ছুরিকাঘাতে ১৯ বছর বয়সী এক তরুনের মৃত্যু হয়েছে। এ নিয়ে লন্ডনে নতুন বছর ২০১৮ সালে ১৩ জন প্রাণহান হারান। এর মধ্যে ৫ জনই হলেন কিশোর এবং তরুন।
মেট পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ১৯ বছরের তরুনকে আহত অবস্থায় কেনসিংটনের লগান প্লেস থেকে উদ্ধার করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছুক্ষনের মধ্যেই সে মৃত্যুবরণ করে। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৯ বছর বয়সী ওপর এক তরুনকে আটক করা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, ঘটনাস্থলে বিপুল সংখ্যক প্রাইভেট কারের উপস্থিতি এবং হৈহুল্লুর ছিল। রাতে আর্লস কোর্ট রোডে একটি পার্টি হচ্ছিল। ওই পার্টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Man found stabbed to death in London street
A 19-year-old man has been stabbed to death in west London.
Police discovered the injured victim at about 03:20 GMT after they were called to Logan Place in Kensington over reports of a large number of vehicles in the area.
The officers gave first aid and paramedics were called but the man was pronounced dead at the scene.
Scotland Yard said another 19-year-old man was arrested nearby “in connection with the incident”.
Det Ch Insp Mark Cranwell said detectives believed a party was being held at a nearby address on Earls Court Road and they were “working to establish any link”.
Thirteen people have been stabbed to death in London since the start of the 2018.