ব্রিটবাংলা ডেস্কঃসিলেটের বিশ্বনাথ উপজেলা ও ওসমানী নগর উপজেলার অন্তর্গত নতুন বাজারস্থ জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের নিয়ে পুণর্মিলনী অনুষ্টান ও ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয় গত ১৫ অক্টোবর সোমবার পুর্ব লন্ডনের স্হানীয় এক রেষ্টুরেন্টে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আফরোজ মিয়ার সভাপতিত্বে ও সাইদুল আলম চৌধরী ও ফয়জুর রহমান ফয়েজ এর যৌথ পরিচালনায় অনুষ্টিত এ মত বিনিময় সভায় লন্ডনে বসবাসরত বিদ্যালয়র সাবেক ছাত্রছাত্রীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে পুনর্মিলনী অনুষ্টান ও ৫০ বছর পুর্তি উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পুনর্মিলনী ও ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্টান সফলের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে এ সময় বক্ত্যব রাখেন খালেদ নজরুল ইসলাম, দিলোয়ার হোসাইন,মহসিন আহমদ, আজমল হোসেন, পংকি মিয়া, দিলশাদ হোসেইন, সোহেল চৌধরী, আব্দুল আজিজ আলিম,চান্দ মিয়া, শামীম আহমেদ,মুক্তার আলী, সাবরান আলী, মো: শাহীন রেজা,শামসুল ইসলাম, আয়েছ মিয়া, সফিউর রহমান দবীর, ফখরুল ইসলাম এমদাদ, ফজলুল হুদা, আক্তার আলী, আব্দুস শহীদ,শাহীন আহমদ, আবুল কালাম, জাহিদুর রহমান লিটন, তোফায়েল চৌধরী লিজু, ছায়েদ মিয়া, হেলাল আহমদ, জুবায়ের আহমেদ, নুরুল ইসলাম, সুমন আহমদ, সিরাজুল ইসলাম, ছানাওর আহমদ প্রমূখ।