সুনামগঞ্জের জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের লক্ষে যুক্তরাজ্যের দক্ষিন খুরমা,ভাতগাও,সিংচাপইর ও চরমহল্লা ও জাউয়া ইউনিয়নের প্রবাসীদের সমন্বয়ে জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকের এক সভা মঙ্গলবার ১৫অক্টোবর পূর্বলন্ডনের কেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী স্বতস্ফুর্ত ভাবে যোগ দেন।
জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক সিনিয়র পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার এবং যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম হীরার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডক্টর রোয়াব উদ্দিন কমিউনিটি নেতা সফিক আহমদ,সংগঠনের প্রধান উপদেষ্টা আরমান আলীও পীর এম এ কাইয়ূম ।সভার শুরুতেই পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ জিলু।
সভায় বক্তারা বলেন, উপরোক্ত ৫টি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন থেকে জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবীতে বিভিন্ন সভা সমাবেশ ও আন্দোলন করে আসছে। তারা তাদের যৌক্তসঙ্গত দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান । সভায় বক্তারা আরো বলেন, তাদের দাবী আদায়ের জন্য তারা যেকোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে বদ্ধ পরিকর।
সভায় বক্তব্য মাস্টার আব্দুল হাফিজ (সিংচাপইড়)মোঃ তাজ উদ্দিন (সিংচাপইড়),।মোঃজমসেদ আলী(চরমহল্লা),মোঃআব্দুর রউফ(ভাত গাও)মোঃআতাউর রহমান (ভাত গাও),মোঃআস্কর আলী (জাউয়াবাজার), কাজী ইকবাল হোসেন দেলোয়ার (জাউয়াবাজার)। মোঃআবুল বশর তালুকদার বায়েজিদ (দঃখুরমা), মোহাম্মদ আলী তালুকদার (দঃখুরমা)। মাস্টার শাহীন খান(জাউয়াবাজার), মোঃ আনসার মিয়া (সিংচাপইড়), মোঃরশিদ আহমেদ (ভাত গাও),মোঃলিলু মিয়া(ভাত গাও),মোঃআমির হুসেন(ভাত গাও),সাবেক কাউন্সিলর শাহ আলম(চর মহল্লা), মোঃজয়নাল আবেদীন(চর মহল্লা), মোঃআযাদ মিয়া (চর মহল্লা),মোঃশামীম আলম(চর মহল্লা), মাহমুদ আলী (জাউয়াবাজার) কাজী সাজিদুর রহমান লিলু(জাউয়াবাজার) ইকবাল হোসেন তালুকদার (দঃখুরমা) ইমরান রহমান (জাউয়াবাজার) প্রমুখ।
উপস্থিত ছিলেন হাজী সামসুল হক,মোঃ আনা মিয়া,নুরুল আলম,আনফর আলী, ওয়াসির আলী, গিয়াসউদ্দিন, হাজী সাহেব আলী,আব্দুস সালাম,আনোয়ার মিয়া,ফখরুল কালাম, মুফতি লুতফুর রহমান, মোঃইসমাইল আলী, মোঃআব্দুর রহমান (বাবুল),হাজী আসগর খান,শওকত আলী, বুরহান উদ্দিন চুনু,মুজিবুর রহমান, আতিকুর রহমান আতিক,মোঃআব্দুল হাই,মুজাহিদুর রহমান, ,মতিন হোসাইন,টিপু মিয়া তালুকদার, মাছুম মিয়া তালুকদার, ঝিনুক মিয়া তালুকদার, মোঃলুতফুর রহমান, শফিকুল ইসলাম, ছমির উদ্দিন, আজহার উদ্দিন, আল আমিন,মজলিস মিয়া তালুকদার, মুজিব কিবরিয়া তালুকদার, এম,এ,শহীদ তালুকদার, আশরাফ মিয়া তালুকদার রাজু,মখলিসুর রহমান,মোঃআবুল কালাম,আব্দুল মুকিত,জামাল , আব্দুল গাফফার,কাশেম আলী (আবুল),সুরুজ আলী, আবুল হাসনাত,মোহাম্মদ আলী, হেলাল ইসলাম,মাসুম আহমেদ,শহীদুজ্জামান সুজন,আনহার মিয়া,আব্দাল মিয়া, আজিজুর রহমান, মোঃসাজুল মিয়া তালুকদার, মোঃরনি মিয়া তালুকদার, আবু খালেদ পীর(লিপেন),শাহীন আহমেদ, পীর ইমরান আহমেদ অপু, তোফায়েল আহমেদ পায়েল,ফয়ছল আহমেদ, কবীর আহমেদ প্রমুখ।