ব্রিটবাংলা রিপোর্ট : ওয়েস্ট লন্ডনের টিউব স্টেশনে বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ডোভার এলাকা থেকে গ্রেফতারের পর কেন্টের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার যে কোনো সময় কেন্ট থেকে ওয়েস্ট লন্ডনের পুলিশ স্টেশনে নিয়ে আসা হবে গ্রেফতার হওয়া ব্যক্তিকে।
মেট্টপলিট্টান পুলিশের ডেপুটি এসিসটেন্ট কমিশনার নেইল বাসু জানিয়েছেন, একজন গ্রেফতার হলেও নিরাপত্তার ঝুঁকি এখনো মারাত্মক পর্যায়ে রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ওয়েস্ট লন্ডনের পারসন্স গ্রীন স্টেশনে ডিস্ট্রিক্ট লাইনে একটি বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩০ জন আহত হন। এর মধ্যে ৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কারো জীবন ঝুঁকিতে নেই।
এই ঘটনার পর সারা দেশে টিউব স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। শুক্রবার কোবরা মিটিং করেছেন প্রধানমন্ত্রী। শনিবারও হোম সেক্রেটারী কোবরা মিটিং করবেন বলে জানা গেছে। এদিকে আইসিস টিউব স্টেশনের বিস্ফোরণের দায় করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবী করছে।
Man arrested over Tube bombing
An 18-year-old man has been arrested on suspicion of terror offences in connection with Friday’s attack on a London Tube.
The man was detained in the port area of Dover on Saturday by Kent Police and is being held at a local station.
Metropolitan Police Deputy Assistant Commissioner Neil Basu said the arrest was “significant”, but the terror threat level remains at “critical”.
Thirty people were injured after the explosion on a train at Parsons Green.
Most people were treated for minor injuries and have been released, the London Ambulance Service said, but three people remain in hospital.
Home Secretary Amber Rudd will be chairing a meeting of the government’s Cobra emergency committee later.
The man is due to be moved from Kent to a south London police station later.
The Islamic State group has said it was behind the bomb, which detonated at 08:20 BST on Friday.