লন্ডনে টি আলী স্যার ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশে আর্থিক দিকদিয়ে পিছিয়ে থাকা শিক্ষকদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে “টি আলী স্যার ফাউন্ডেশন” নামে গঠিত সংগঠনের কার্যকরী কমিটির সভা গত ১৭ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ফয়ছল আহমেদ রুহেল। পরিচালনা করেন আহ্বায়ক ছরওয়ার আহমদ।

সভায় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল এসের হেড অব প্রডাকশন ফারহান মাসুদ খান, কমাল হুসেন, আজাদ হুসেন, মো সোয়েল খান, নজরুল ইসলাম চৌধুরী সেজু , খালেদ আহমদ খান, নজমুল ইসলাম তাপাদার, মো নুরুজ্জামান, দেলোওয়ার হোসেন, সৈয়দ ফারুকুল আলম, মো আসরাফ খান, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাদেক হোসেন চৌধুরী, এনামুল হক সহ অন্যান্যরা ।
সভায় বক্তারা সংগঠনের ফান্ড বৃদ্ধির জন্য বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ করেন এবং সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান । উক্ত সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রায় সকলেই এই সংগঠনের ট্রাষ্টি হওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকে ট্রাস্টি হিসেবে গ্রহণ করা হয় । এই সভায় নতুন ট্রাস্টিদের কাছ থেকে সংগঠনের ফান্ড বৃদ্ধির লক্ষ্যে মোট উনত্রিশ শত পাউন্ডের প্রতিশ্রুতি আসে ।

Advertisement