ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের উদ্যোগে মিট গ্রেট এন্ড ডিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে l গত শনিবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের প্রেসিডেন্ট আনিস রহমান ওবিই’র সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিংবদন্তি ছাত্রনেতা পঙ্কজ ভট্টাচার্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারী সাজিদুর রহমান ফারুক, মারুফ চৌধুরী, বন্নী শিখা পুরকায়স্থ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা ও আফসার খান সাদেকসহ আরো অনেকে।
বক্তারা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি গবেষনা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে উল্লেখ্য করে বলেন, এক্ষেত্রে গবেষণাগার আধুনিকায়নের পাশাপাশি মান উন্নয়নে সরকারী পদক্ষেপ কামনা করেন।