লন্ডনে পুলিশী হেফাজতে আসামীর মৃত্যু :  Met Police investigated over death of arrested man

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে পুলিশী হেফাজতে এক আসামীর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে দ্যা ইন্ডিপেনন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট সংক্ষেপে আইওপিসি। পুলিশ জানিয়েছে, পুলিশী হেফাজতে মৃত ব্যক্তিকে গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাউথ লন্ডনের সাউথার্ক এলাকার ব্র্যান্ডন স্ট্রীট থেকে গ্রেফতার করা হয়। তার বয়স ২৬ বছর। তবে কাস্টডিতে নেওয়ার কিছুক্ষন পরেই এম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে শনিবার সে মৃত্যুবরণ করেন।
পুলিশ অফিসাররা বিশ্বাস করছেন, গ্রেফতার হওয়ার সময় সে কিছু একটা গিলেছে। স্টপ এন্ড সার্চ অভিযানের অংশ হিসেবে একটি গাড়ি থামিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।
আইওপিসির রিজিয়নাল ডাইরেক্টর সারাহ গ্রীন জানিয়েছেন, এটা দু:খজন মৃত্যু। তবে তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যেই ওয়ালওর্থ পুলিশ স্টেশনে ভিজিট করেছেন অফিসাররা।

Met Police investigated over death of arrested man

The police watchdog has launched an investigation into the death of a man who died the day after being arrested.

The 26-year-old was detained on Brandon Street in Southwark, south London, at about 11:30 BST on Friday.

An ambulance was called shortly after he arrived in custody as officers believed he had “swallowed something”, but he died in hospital on Saturday.

The Met Police said it had referred itself to the Independent Office for Police Conduct (IOPC).

The man was in a car which was stopped by officers when he was arrested on suspicion of being in possession of a knife, the force added.

IOPC regional director Sarah Green described the death was “tragic” and said investigators had already been to Walworth Police Station to carry out “post-incident procedures”.

Advertisement