লন্ডনে বরুড়াবাসীর সভা : এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে সবার প্রতি আহ্বান (ভিডিও)

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বরুড়া উপজেলার, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার পূর্বলন্ডনের মক্কাগ্রীল রেস্টুরেন্টে এই সভার আয়ােজন করা হয় ।  বিশিষ্ট ব্যবসায়ী  সাইফুল ইসলামের পরিচালনায় এবং সেলিম মিয়া সভাপতিত্বে  সভায়  বিপুল সংখ্যক বরুড়াবাসী উপস্থিত ছিলেন ।  এসময় বক্তারা  বরুড়ার  গ্রামীণ জনপদে শিক্ষার উন্নয়নে,আর্ত সামাজিক ও মানবতার কল্যাণের বিভিন্ন দিকে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে আলোচনা করেন ।


এছাড়া বক্তারা  প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশ-মাটি ও দেশের মানুষের প্রতি ভালোবাসার সেতুবন্ধন তৈরী করে দেয়া লক্ষ্য নিয়েও  আলোচনা করেন । এসময় আরো বক্তব্য রাখেন,  আব্দুল লতিফ শফিক, আবু তাহের, বিল্লাল হোসেন, জাকির হোসেন, দিদারুল আলম, খোকন মজুমদার,  গোলাফ হোসেন,  েমা: হেদায়েত সহ আরো অনেকে ।

সভা শেষে এক নৈশ্যভোজের আয়োজন করা হয় এবং এতে উপস্থিত সকলেই অংশ গ্রহণ করেন। পরিশেষে বক্তারা জানান, খূব শীঘ্রই যুক্তরাজ্যস্থ বরুড়াবাসীদের নিয়ে একটি সংগঠনের আত্মপ্রকাশ করবে । তাই যুক্তরাজ্যের সকল বরুড়াবাসীদের যোগাযোগ করার আহবান জানান ।

 

Advertisement