লন্ডনে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাজ্যের লন্ডনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোরে লন্ডনের কুইন্সটাউন রোডে এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন পুলিশ গার্ডিয়ানকে জানিয়েছে, নিহত নারী প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এছাড়া প্রাইভেটকারের নারী চালককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত ন্যাশনাল এক্সপ্রেস বাসের একজন মুখপাত্র জানিয়েছেন, বাসের একজন যাত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যাত্রী সবাই নিরাপদে আছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন লন্ডন পুলিশ।

Advertisement