লন্ডনে বিএনপির বিক্ষোভ অব্যাহত

মোহাম্মদ মাসুদুজ্জামান : গণতন্ত্রকে প্রতিষ্ঠিত ও বেগম জিয়ার কারামুক্তির দাবিতে এবং প্রধানমন্ত্রীর কমনওয়েলথ সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি তাদের সাতদিনের বিক্ষোব কর্ম সুচির মঙ্গলবার ছিল তৃতীয় দিন। যুক্তরাজ্য বি এন পি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় নানা রকম পোস্টার, ফেস্টুন ও বেনার নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত বি এন পি নেতা কর্মী একত্রিত হয়ে এই প্রথম বারের মতো বিক্ষোভ সমাবেশ ও লংমার্চ করেন। শত শত নেতা কর্মীদের নিয়ে লংমার্চটি ওয়েস্ট মিনিস্টার কুইন এলিজাবেথ হলের সামনে থেকে ব্রিটিশ পার্লামেন্ট হয়ে লন্ডন ব্ল্যাকফেয়ার ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সামনে দিয়ে অবস্থান করেন।

এসময় সভাপতি এম এ মালিক বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অন্যায় ও ভিত্তহীন মামলা দিয়ে বেগম জিয়াকে কারা বন্দি করে রাখা হয়েছে। তিনি তার দলের পক্ষ থেকে অবিলম্বে বেগম জিয়ার মুক্তিলাভ ও তারেক রহমানের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সধারণ সম্পাদক কয়সর এম আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে এবং বি এন পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোন শর্ত ছাড়া মামলা প্রত্যাহার করার আহবান সহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে লন্ডন ব্ল্যাকফেয়ার ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সামনে উপস্থিত ছিলেন যুক্ত রাজ্য আওয়ামীলীগের নেতা কর্মীরা প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন কিভাবে উত্তর উত্তর দেশকে আরো সমৃদ্ধশালী ও উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় !

Advertisement