লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ : ১৩ জন গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : করোনায় মৃত্যুর মিছিল ভারী হলেও ব্রিটেনে কিছু সংখ্যক মানুষ ভাইরাসের লকডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
করোনা ভাইরাসের লকডাউনের বিরুদ্ধে শনিবার লন্ডনের হাইডপার্কে বিক্ষোভ করেছে বেশ কিছু মানুষ। এ সময় লকডাউন আইন ভাঙ্গার অভিযোগে পুলিশ অন্তত ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক লেবার লিডার জেরেমি করবিনের ভাইও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে পার্কের উত্তর-পূর্ব পাশে স্পীকার কর্নারে অন্তত ৪০ জনের একটি দল এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছে, “করোনা ভাইরাস নয় লকডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণে রাখা এবং এটা নতুন কোনো অস্বাভাবিক ঘটনা নয়।”
লকডাউনের বিরুদ্ধে শনিবার লন্ডনের বাইরে ইংল্যান্ডের আরো কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। গ্লাসগো, বেলফাস্ট, নটিংহ্যাম এবং সাউথাম্পটনে বিক্ষোভ হয়। চলতি মাসের প্রথম দিকে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে লকডাউনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়েছিল।
উল্লেখ্য গত ২৩শে মার্চ থেকে বৃটেনে করোনার লকডাউন চলছে। সরকার এরিমধ্যে দফায় দফায় লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিলেও থামছে না করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। শনিবার গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে নতুন করে আরো ৪শ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৃটেনে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৪শ ৬৬ জনে।

Advertisement