লন্ডনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইসলামীক বইমেলা-২০১৭

ব্রিটবাংলা রিপোর্ট : একটি ভালোবই পড়ুন- এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে আল কোর-আন একাডেমী লন্ডনের আয়োজনে ইসলামিক বইমেলা ২০১৭। তিন দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। লেখক, প্রকাশক, বিক্রেতা এবং কমিউনিটির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শনিবার লন্ডন মুসলিম সেন্টারে উদ্বোধন করা হয় মেলার। মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান হাফিজ মুনির উদ্দিন বলেছেন, গত ৫ বছরে মেলা থেকে পাঠকরা কিনেছেন প্রায় ৩০ হাজার বই।

আল কোরআন একাডেমী লন্ডনের-এটি ৬ষ্ট আয়োজন। উদ্বোধনী মঞ্চে বক্তৃতা করেন বিলেতের লেখক, সাংবাদিক, সাাহিত্যিক, ইসলামি ব্যক্তিত্ব ও কমিউনিটির সুধিজন। তারা সকলেই বলেছেন, এই উদ্যোগ সত্যিকারের সৃজনশীল ও ভালোমানের পাঠক তৈরীতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। সাধারণ পাঠক ও বিক্রেতারাও মেলায় অংশ নিয়ে ইসলামিক বই মেলার প্রশংসা করেন।
২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে চলছে লন্ডন ইসলামিক বই মেলা। এবারের মেলায় বই বিক্রির পাশাপাশি- আরো কিছু ব্যতিক্রমী আয়োজনও রাখা হয়েছে বলে জানান আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফিজ মুনির উদ্দিন।

Advertisement