লন্ডনে সাংবাদিকদের সাথে অতিরিক্ত বাণিজ্যসচিব এম আবদুর রউফের মতবিনিময় সভা

ব্রিটবাংলা রিপোর্ট : বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এম আবদুর রউফ বলেছেন, সামাজিক ও বাণিজ্যিক সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নতি ও অগ্রগতির তুলনায় দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের প্রচারণা তুলনামূলক কম। আবদুর রউফ লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়  সভায় এ কথা বলেন। ডিনারপূর্ব আলোচনায় তিনি জানান, সরকারের এক বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে তিনি লন্ডন সফর করছেন।

লন্ডে ডিপার্টম্যান্ট ফর ফুড এ- এনভায়রম্যান্ট সংক্ষেপে ডেফরা যেসব কারনে মাঝে মধ্যে বাংলাদেশী পণ্য নিষিদ্ধ করে সেসবের যথার্থ কারন ক্ষতিয়ে দেখছেন তারা।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান। আরো বক্তৃতা করেন প্রেসক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সেক্রেটারী নজরুল ইসলাম বাসন ও কমিউনিটি নেতা আবু তাহের চৌধুরী, বাংলাপোষ্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, দর্পন সম্পাদক রহমত আলী, সাপ্তাহিক পত্রিকার স্পেশাল কন্ট্রিবিউটর মতিউর রহমান চৌধুরী ও এটিন বাংলার সিনিয়র রিপোটার মোস্তাক বাবুল।

Advertisement