লন্ডনে সারিতে গাড়ি দুর্ঘটনায় দুজন নিহত

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনের সারিতে গাড়ি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। মেট পুলিশ জানিয়েছে, চার্টসি এলাকার গিল্ডফোর্ড রোডে শনিবার রাত ৮টায় ৪৫ মিনিটের দিকে দুটি ভল্কসওয়াগন কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নীল রংয়ের ভল্কসওয়াগন গল্ফের ড্রাইভার এবং যাত্রী মারা যান। আর নীল রংয়ের ভল্কসওয়াগন শ্যারনের যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনের বয়স ২০ বছরের ভেতরে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Two men have died in a crash involving two cars in Surrey.

A blue Volkswagen Golf and a blue Volkswagen Sharan were involved in the crash at about 20:45 BST on Saturday on Guildford Road in Chertsey.

The driver and the passenger in the Golf, both in their 20s, were pronounced dead at the scene, police said.

The driver of the Sharan was taken to hospital with non-life-threatening injuries.

Officers said a man and woman in a small white vehicle stopped at the scene but left before police could speak to them, and the force are looking for them to get in touch.

Anyone with information has been asked to contact Surrey Police or Crimestoppers anonymously.

Advertisement