রেজাউল করিম মৃধা : যুক্তরাজ্যে অবস্থানরত ঐতিহ্যবাহী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টার ও শেয়ারহোল্ডারদের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা ৯ই এপ্রিল ব্রিকলেনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মইন উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন উন্নতি এবং অগ্রগতির কথা উল্লেখ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল মহসিন চৌধুরী, ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট ৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন, ডা. রেজওয়ানুল করিম, মোস্তাক আহমদ, ডা. মুজিবুল হক, এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠালগ্ন থেকেই সর্বাধুনিক সাস্থ্য সেবা এবং মহিলা মেডিকেল কলেজে নারী চিকিৎসক সৃষ্টিতে বিশেষ অবদান রেখে আসছে বলে উদ্যোক্তাগণ জানান। সমস্থ সিলেটে সবচেয়ে সল্প ব্যায়ে এই হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া হয় বলেও উল্লেখ করা হয়। বর্তমানে চিকিৎসা শিক্ষা এবং সাস্থসেবায় সারা দেশে প্রথম সারির প্রতিষ্ঠান গুলোর মধ্যে এই মেডিকেল কলেজ হাসপাতালটি একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে বলেও বক্তাগন উপস্থিত সকলকে অবহিত করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম ডাইরেক্টার ময়নূর রহমান বাবুল।