ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে হজ্জে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার হোয়াইটচ্যাপল এলাকার একটি এজেন্সির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন হজ্জব্রত পালনে ইচ্ছুক প্রায় ৮০ হজ্জযাত্রী। প্রাচীন ট্রেভেলস নামে একটি এজেন্সির প্রতারণার ফলে তাদের বেশির ভাগেরই হজ্জে যাওয়া হয়নি। হজ্জে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে প্রায় তিনশো হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রোববার চ্যানেল এসে প্রচারিত একটি রিপোর্ট থেকে জানা গেছে, প্রাচীন ট্রেভেলসের লাইসেন্স নেই। তবে লাইসেন্স পেয়ে যাবেন, এই আশায় হজ্জে পাঠানোর জন্যে এসব অর্থ নিয়েছিলেন ট্রেভেলসের মালিক। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি।
এই হজ্জ প্রতারণা নিয়ে চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের রিপোর্টের লিঙ্ক দেওয়া হল। তাতে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন।